গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
নাঙ্গলকোট,কুমিল্লা
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্ত্ততিমূলকসভার কার্যবিবরণীঃ
সভাপতি ঃ মোহাম্মদ সাইদুল আরীফ
উপজেলা নির্বাহী অফিসার
নাঙ্গলকোট, কুমিল্লা
তরিখ ঃ ১৪ মার্চ, ২০১৭খ্রিস্টাব্দ
সময় ঃ সকাল ১১.০০ ঘটিকা
সভার স্থান ঃ উপজেলা পরিষদ মিলনায়তন
উপস্থিত সদস্যগণের তালিকাঃ ‘‘পরিশিষ্ট ক’’ (স্বাক্ষরের ক্রমানুসারে)
সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনপূর্বক এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে সভার কাজ আরম্ভ করা হয় এবং ০১ (এক) মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতঃপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত জাতীয় কর্মসূচি পাঠ করে শুনানো হয়। জনাব মোঃ সামছুউদ্দিন(কালূ),চেয়ারম্যান,উপজেলা পরিষদ,নাঙ্গলকোট, কুমিল্লা,আবু ইউসুফ,অধ্যক্ষ,নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ,অফিসার ইন চার্জ, নাঙ্গলকোট থানা ও জনাব মোঃ ইসহাক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অন্যান্য উপস্থিত সদস্যগণ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।বিস্তারিত আলোচনান্তে জাতীয় ও জেলা পর্যায়েরঅনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে নাঙ্গলকোট উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদ্যাপনের লক্ষে সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়ঃ
অনুষ্ঠানস~ূচঃ
সময় | কর্মসূচী | স্থান | বাস্তবায়ন |
২৬ মার্চ ২০১৭খ্রিঃ রাত ০০.০১ টা | ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। পুষ্পস্তবক অর্পণ। | উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ | তোপধ্বনি উপকমিটি |
২৬ মার্চ ২০১৭খ্রিঃ সূর্যোদয়ের সাথে সাথে | জাতীয় পতাকা উত্তোলন (সঠিক মাপ ও রং এর পতাকা উত্তোলন করতে হবে)। | সকল সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনসমূহে | সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
সকাল ৮.৩০ টা | আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা / বাংলাদেশ পুলিশ / আনসার ও ভিডিপি/ বয়স্কাউট/ গার্ল গাইডস এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচ্কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। | নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। | সমাবেশ ও কুচকাওয়াজ ব্যবস্থাপনা উপকমিটি |
সকাল ১০.৩০ ঘটিকা | মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা । | উপজেলা পরিষদ মিলনায়তন | আলোচনা উপকমিটি |
সকাল ১১.৩০ ঘটিকা | বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। | উপজেলা পরিষদ মিলনায়তন | সংবর্ধনা উপকমিটি |
সুবিধাজনক সময়ে | হাসপাতাল,এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন। | সংশিষ্টল কর্তৃপক্ষ | উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান |
ঐ | মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র | নাঙ্গলকোট রেলস্টেশন | উপজেলা প্রশাসন |
বাদ জোহর | জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা। | সংশ্লিষ্ট ইমাম/ পুরোহিত/ধর্মগুরু | মসজিদ/ মন্দির/ গীর্জা/ প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় |
বিকাল ৩.০০ টা | প্রীতি ফুটবল ম্যাচ ১) উপজেলা চেয়ারম্যান একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার একাদশ । ২) শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম শেখ জামাল ক্রীড়া চক্র ৩) লাল দল বনাম সবুজ দল। ৪) নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সমিতি বনাম সরকারি কর্মচারি সমিতি। ৫। শিক্ষক একাদশ বনাম মুক্তিযোদ্ধা একাদশ। ৬। মুক্তিযোদ্ধার সন্তান একাদশ বনাম ছাত্র-ছাত্রীএকাদশ।
| নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ।। | সংশ্লিষ্ট উপকমিটি |
বিকাল৩.৩০ টা | মহিলাদের বালিশ নিক্ষেপ ও চেয়ার সিটিং খেলা। | উপজেলা পরিষদ কমপ্লেক্স | সংশ্লিষ্ট উপকমিটি |
সন্ধ্যা ৬.০০ টা | সাংস্কৃতিক অনুষ্ঠান | উপজেলা পরিষদ মিলনায়তন। | সংশ্লিষ্ট উপকমিটি। |
-২-
মহানস্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে উপদেষ্টা কমিটি ((জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে)ঃ
০১। জনাব আ.হ.ম.মুস্তফা কামাল (লোটাস কামাল),এম পি,মাননীয় মন্ত্রি,পরিকল্পনা মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
০২। জনাব ডাঃ এ.কে.এম কামারুজ্জামান,সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-১০।
০৩। জনাব আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-১০।
০৪। জনাব মোঃ সামছুদ্দিন কালু,চেয়ারম্যান,উপজেলা পরিষদ,নাঙ্গলকোট, কুমিল্লা।
০৫। জনাব নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।
০৬। আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ, নাঙ্গলকোট,কুমিল্লা।
০৭। অধ্যাপক জয়নাল আবদীন, সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, নাঙ্গলকোট,কুমিল্লা।
০৮। জনাব আলহাজ্ব শাহজাহান মজুমদার,সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নাঙ্গলকোট,কুমিল্লা।
০৯। জনাব আবদুল মালেক, মেয়র, নাঙ্গলকোট পৌরসভা, নাঙ্গলকোট,কুমিল্লা।
১০। জনাব মোঃ ইউসুফ ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,নাঙ্গলকোট,কুমিল্লা।
১১।মোসাঃ কুলসুম আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,নাঙ্গলকোট,কুমিল্লা।
১২। জনাব মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান,নাঙ্গলকোট,কুমিল্লা।
১৩। জনাব আলী হোসেন চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান, নাঙ্গলকোট, কুমিল্লা।
১৪। জনাব এম.এ.করিম মজুমদার, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাঙ্গলকোট, কুমিল্লা।
১৫। বেগম নাছরিন আক্তার মুন্নী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নাঙ্গলকোট, কুমিল্লা।
সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত কমিটি সমূহ গঠন করা হলোঃ
০১। জনাব মোঃ সামছুউদ্দিন (কালু), চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নাঙ্গলকোট,কুমিল্লা প্রধান উপদেষ্টা
০২। জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, উপজেলা নির্বাহী অফিসার,নাঙ্গলকোট,কুমিল্লা আহবায়ক
০৩। জনাব মোঃ রফিকুল হোসেন,আহবায়ক,উপজেলা আওয়ামীলীগ, নাঙ্গলকোট, কুমিল্লা সদস্য
০৪। জনাব অধ্যক্ষ আবু ইউসুফ,সদস্য-সচিব, উপজেলা আওয়ামীলীগ,নাঙ্গলকোট, কুমিল্লা ,,
০৫। জনাব অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন,সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগ ,,
০৬। জনাব আবদুল মালেক, মেয়র, নাঙ্গলকোট পৌরসভা, নাঙ্গলাকোট ,,
০৭। অফিসার ইন চার্জ, নাঙ্গলকোট থানা, নাঙ্গলকোট, কুমিল্লা ,,
০৮। জনাব আলহাজ্ব ছাদেক হোসেন ভূঁইয়া,অধ্যক্ষ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়া ডিগ্রি কলেজ ,,
০৯। জনাব আবু বকর ছিদ্দিক, সদস্য,কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদ, কুমিল্লা। ,,
১০। জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া,আহবায়ক, উপজেলা বি.এন.পি, নাঙ্গলকোট ,,
১১। জনাব ডাঃ আলী আহাম্মদ মোল্লা,সভাপতি,উপজেলা জাতীয় পাটি,নাঙ্গলকোট ,,
১২। জনাব এ কে এম মনিরু্জজামন ,সাবেক মেয়র, নাঙ্গলকোট পৌরসভা ,,
১৩। জনাব মোঃ ইসহাক মিয়া,কমান্ডার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,নাঙ্গলকোট, কুমিল্লা। ,,
১৪। জনাব আলহাজ্ব ছাদেক হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান,নাঙ্গলকোট ,,
১৫। জনাব আলহাজ্ব আবদুর রশিদ ভূঁইয়া,ডেপুটি কমান্ডার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,নাঙ্গলকোট, কুমিল্লা। ,,
১৬। জনাব হাফিজ আহম্মদ মজুমদার, সহকারী কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,নাঙ্গলকোট, কুমিল্লা। ,,
১৭। জনাব আবুল কাশেম, সদস্য, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ,,
১৮। জনাব নুরুল্লা মজুমদার, উপাধ্যক্ষ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়া ডিগ্রি কলেজ ,,
১৯। জনাব আবুল হাশেম ভূঁইয়া,সাবেক চেয়ারম্যান, বক্সগঞ্জ ইউনিয়ন। ,,
২০। নার্গিস ফাতেমা ,নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ, নাঙ্গলকোট, কুমিল্লা। ,,
২১। উপজেলা ............................. অফিসার (সকল), নাঙ্গলকোট, কুমিল্লা ,,
২২। চেয়ারম্যান ........................................... ইউপি(সকল), নাঙ্গলকোট,কুমিল্লা ,,
২৩। অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপার...............................কলেজ/স্কুল/মাদ্রাসা (সকল) নাঙ্গলকোট ,,
২৪। ব্যবস্থাপক...........................(সকল) ব্যাংক,নাঙ্গলকোট ,,
২৫। জনাব মফিজুর রহমান সোহেল, উপজেলা জাতীয় পাটি ,,
২৬। সভাপতি/সম্পাদক, নাঙ্গলকোট বাজার কমিটি, নাঙ্গলকোট ,,
২৭। সভাপতি/সম্পাদক,কলেজ শিক্ষক সমিতি, নাঙ্গলকোট ,,
২৮। সভাপতি/সম্পাদক,হাইস্কুল শিক্ষক সমিতি, নাঙ্গলকোট ,,
-৩-
২৯। সভাপতি/সম্পাদক,প্রাথমিক স্কুল শিক্ষক সমিতি, নাঙ্গলকোট ,,
৩০। সভাপতি/সম্পাদক,জমিয়তে মোদারেছিন, নাঙ্গলকোট ,,
৩১। সভাপতি/সম্পাদক, নাঙ্গলকোট কমিউনিটি পুলিশ ,,
৩২ সভাপতি/সম্পাদক, ঠিকাদার সমিতি, নাঙ্গলকোট ,,
৩৩।প্রোগ্রাম অর্গানাইজার/কো-অর্ডিনেটর ..............................এনজিও,নাঙ্গলকোট ,,
৩৪। সভাপতি/সম্পাদক, উপজেলা প্রেস ক্লাব, নাঙ্গলকোট ,,
৩৫।সভাপতি/সম্পাদক, সার ডিলার সমিতি, নাঙ্গলকোট ,,
৩৬।সভাপতি/সম্পাদক, কাজী সমিতি, নাঙ্গলকোট ,,
৩৭।সভাপতি/সম্পাদক, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, নাঙ্গলকোট ,,
খ) তোপধ্বনি উপ-কমিটি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে)ঃ
০১। অফিসার ইন চার্জ,নাঙ্গলকোট থানা আহবায়ক
০২। উপজেলা আনসার-ভিডিপি অফিসার, নাঙ্গলকোট সদস্য
০৩। জনাব আলী আশ্রাফ, মুক্তিযোদ্ধা ,,
গ) অর্থ উপ-কমিটি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে)ঃ
০১। উপজেলা কৃষি অফিসার, নাঙ্গলকোট,কুমিল্লা আহবায়ক
০২। জনাব মোঃ রফিকুল হোসেন,আহবায়ক,উপজেলা আওয়ামীলীগ, নাঙ্গলকোট, কুমিল্লা ,,
০৩। জনাব অধ্যক্ষ আবু ইউসুফ, সদস্য সচিব, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ,,
০৪। জনাব আবদুল মালেক,মেয়র, নাঙ্গলকোট পৌরসভা ,,
০৫। জনাব মোঃ ইউসুফ ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,নাঙ্গলকোট,কুমিল্লা ,,
০৬। উপজেলা প্রকৌশলী, নাঙ্গলকোট,কুমিল্লা ,,
০৭। জনাব আলহাজ্ব ছাদেক হোসেন ভূঁইয়া,অধ্যক্ষ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়া ডিগ্রি কলেজ ,,
০৮। ডেপুটি জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৪ ,, ০৯। জনাব আবুল খায়ের আবু, প্রধান শিক্ষক, নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়,নাঙ্গলকোট,কুমিল্লা ,,
১০। চেয়ারম্যান .............................. ইউ.পি(সকল ),নাঙ্গলকোট,কুমিল্লা &
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস