Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৬ উদ্ যাপন উপলক্ষে অনুস্ঠিত........................
বিস্তারিত

১৬ ডিসেম্বর  মহানবিজয় দিবস ২০১৬ উ দ্ যাপনউপলক্ষে অনুষ্ঠিত প্রস্ত্ততিমূলক সভার কার্যবিবরণীঃ

 

 

সভাপতি        ঃ     মোহাম্মদ সাইদুল আরীফ

                           উপজেলা নির্বাহী অফিসার

                              নাঙ্গলকোট,কুমিল্লা

 

তরিখ           ঃ     ০১ ডিসেম্বর,২০১৬খ্রিস্টাব্দ

সময়            ঃ     সকাল ১১.০০ ঘটিকা

সভার স্থান      ঃ     উপজেলা  পরিষদ মিলনায়তন

              

                           উপস্থিত সদস্যগণের তালিকাঃ ‘‘পরিশিষ্ট ক’’ (স্বাক্ষরের ক্রমানুসারে)

 

 

                           সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনপূর্বক এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে সভার কাজ আরম্ভ করা হয়।অতঃপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত জাতীয় কর্মসূচি পাঠ করে শুনানো হয়।  জনাব মোঃ সামছুউদ্দিন (কালু), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব অধ্যাপক জয়নাল আবদীন, সাবেক সভাপতি, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ,জনাবমোঃ ইসহাক মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,নাঙ্গলকোট দিবসটি উদ্যাপনের লক্ষে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে নাঙ্গলকোট উপজেলায় মহান বিজয় দিবস ২০১৬ উদ্যাপনের লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়।

 

 

 

অনুষ্ঠানসূচীঃ

 

 

 

 সময়

কর্মসূচী

স্থান

বাস্তবায়ন

১১ডিসেম্বরনাঙ্গলকোট মুক্ত দিবসমুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়মুক্তিযোদ্ধা সংসদ

১৬ ডিসেম্বর২০১৬

সূর্যোদয়ের সাথে সাথে

৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা।

পুষ্পস্তবক অর্পণ।

উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ।

তোপধ্বনি উপকমিটি।

স্ব স্ব উদ্যোগে

১৬  ডিসেম্বর ২০১৬ সূর্যোদয়ের সাথে সাথে

জাতীয় পতাকা উত্তোলন

(সঠিক মাপ ও রং এর পতাকা উত্তোলন করতে হবে)।

সকল সরকারি/আধা-সরকারি / স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনসমূহে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকাল ৮.০০ টা

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচ্কাওয়াজ অনুষ্ঠান ডিসপ্লে

নাঙ্গলকোট এ. আর. মডেল উচ্চ বিদ্যালয় মাঠ।

 

সমাবেশ ও কুচকাওয়াজ ব্যবস্থাপনা উপ-কমিটি।

সকাল ১০-০০ টা

‘‘সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার’’ শীর্ষক আলোচনা।

উপজেলা পরিষদ মিলনায়তন।

সংশ্লিষ্ট উপকমিটি।

  সকাল ১১.৩০ টা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ।

 

উপজেলা পরিষদ মিলনায়তন

সংবর্ধনা উপকমিটি।

 সুবিধাজনক সময়ে

হাসপাতাল,এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন।

সংশিষ্টল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র

নাঙ্গলকোট রেলস্টেশন/বাজার

উপজেলা প্রশাসন

বাদ জোহর

জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে  বিশেষ  মোনাজাত/প্রার্থনা।

   সংশ্লিষ্ট ইমাম/ পুরোহিত/ ধর্মগুরু

মসজিদ/ মন্দির/ গীর্জা/ প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়

 

বিকাল ৩.০০ টা

প্রীতি ফুটবল ম্যাচ

১) উপজেলা চেয়ারম্যান একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার   একাদশ ।

২)

৩)

৪)

৫)

 

 

নাঙ্গলকোট এ. আর. মডেল উচ্চ বিদ্যালয় মাঠ।

 

 

সংশ্লিষ্ট উপকমিটি।

 

 

 

 

 

 

 

বিকাল ৩.০০ টা

মহিলাদের বালিশ নিক্ষেপ ও চেয়ার সিটিং খেলা।

উপজেলা পরিষদ কমপ্লেক্স।

সংশ্লিষ্ট উপকমিটি।

সন্ধ্যা  ৬.০০ টা

সাংস্কৃতিক অনুষ্ঠান

 

উপজেলা পরিষদ মিলনায়তন।

সংশ্লিষ্ট উপকমিটি।

ডাউনলোড